টিভিতে খবর পরিবেশনের সময় নিউজ অ্যাঙ্কারের মুখ থেকে খসে পড়ল দাঁত! টিভির পর্দায় লাইভ ছিলেন ওই নিউজ অ্যাঙ্কার। তবে তিনি দর্শকদের বুঝতেই দিলেন না মুখ থেকে দাঁত খসে পড়েছে। এই ভিডিও ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ায়।
গত বুধবার টিভির পর্দায় লাইভ ছিলেন ইউক্রেনের একটি টিভি চ্যানেলের অ্যাঙ্কার তথা সাংবাদিক মেরিচকা পাডল্কো। খবর পড়ার সময় তিনি বুঝতে পারেন তাঁর সামনের দাঁত খুলে আসছে। তখনই হাত দিয়ে মুখ চেপে সন্তর্পণে দাঁতটি বের করে নেন। সেই মুহূর্তে দাঁত খসে পড়লেও মেজাজ হারাননি তিনি।
এই ঘটনাটির পর ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন মেরিচকা। তিনি লিখেছেন, ২০ বছরের সাংবাদিকতার কেরিয়ারে এটাই সবচেয়ে অবাক করা ঘটনা। কীভাবে তাঁর দাঁত ভেঙে গিয়েছিল তাও জানিয়েছেন তিনি। জানিয়েছেন, বছর দশেক আগে মেয়ের সঙ্গে খেলতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছিল। মেয়ের হাতের টেবিল ঘড়িটি সোজা গিয়ে লাগে তাঁর দাঁতে। তারপর থেকেই কৃত্রিম দাঁতের ব্যবহার।