বিজেপির বিধানসভা নির্বাচন কমিটির দায়িত্বে মুকুল?

0
1

বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আলাদা একটি কমিটি গড়ে দিতে চলেছে দিল্লি। তার দায়িত্বে থাকবেন মুকুল রায়। কমিটির সদস্য নির্বাচন তাঁর সঙ্গে কথা বলেই করা হবে। এই কমিটি প্রার্থী বাছাই, রণকৌশল ও প্রচার দেখবে। বিজেপির মুকুলশিবিরের সূত্রে এই খবর জানা গিয়েছে। এই শিবির বলছে মুকুলকে সামনে রেখেই ভোটে যাবে দিল্লি। রাজ্য কমিটি এই নতুন কমিটিকে সহযোগিতা করবে। অগাস্টের মধ্যেই এই ঘোষণা হয়ে যাবে। আবার বিজেপির অন্য সূত্রের খবর সম্পূর্ণ উল্টো। তারা বলছে দিলীপ ঘোষই রাজ্যে দলের শেষ কথা থাকবেন।