সম্প্রতি কোচবিহারে জেলাশাসকের দফতরে পাঁচ আধিকারিকের ভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল। তার রেশ কাটতে না কাটতে, ফের আরও পাঁচ আধিকারিকের কোভিড আক্রান্ত হওয়ার খবর মিলল। তাঁদের লালার নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি সরকারি অফিস স্যানিটাইজ করা হয়েছে। জেলাশাসক পবন কাদিয়ান জানান, এনিয়ে মোট ১০ জন কোভিড যোদ্ধা সংক্রামিত হলেন।
কোচবিহার জেলায় সংক্রামিতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে দিনহাটা মহকুমায় বেশি সংখ্যক সংক্রামিতের হদিস মিলছে।
১০ জন প্রশাসনিক আধিকারিক করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তিত প্রশাসন। সূত্রের খবর, সংক্রামিতদের মধ্যে জেলাশাসকের দফতরের উচ্চপদস্থ আধিকারিকও রয়েছেন।
সরকারি আধিকারিকদের পাশাপাশি শনিবার জেলায় আরও দু’জনের সংক্রমণ ধরা পড়েছে। দু’জনই মেখলিগঞ্জের বাসিন্দা। তাঁদের কারও উপসর্গ নেই। একজন জেলার বাইরে থেকে সম্প্রতি ফিরেছেন। অপরজন আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন।





























































































































