জলপাইগুড়ির তৃণমূল নেতা মনোজ তামাং প্রয়াত

0
1

প্রয়াত হলেন জলপাইগুড়ির বিশিষ্ট তৃণমূল নেতা মনোজ তামাং। তিনি জেলা পরিষদের সদস্যও ছিলেন৷ শনিবার দুপুরে তিনি মারা যান।

জানা গিয়েছে, সপ্তাহখানেক ধরে জ্বর ও প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন মনোজ তামাং। তাঁকে শিলিগুড়িতে পাঠানো হয়। সেখানে কোনও নার্সিংহোমে জায়গা না পাওয়ায় তিনি বানারহাটে ফিরে আসেন। শ্বাসকষ্ট নিয়েই শনিবার তিনি বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এলে তাঁকে জলপাইগুড়িতে রেফার করা হয়। জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মনোজবাবুর মৃত্যু হয় বলে সূত্রের খবর।
মনোজবাবুর মৃত্যুতে তৃণমূল কর্মী সমর্থক মহলে শোকের ছায়া নেমে এসেছে।