পুলিশের সহযোগিতায় লেখাপড়া করে উচ্চমাধ্যমিকে তাক লাগাল কোচবিহারের পাপ্পু

0
2

ছোটবেলায় হারিয়েছে বাবাকে। দাদা প্রাইভেট টিউশনি করে সংসার চালানোর চেষ্টা করেছেন। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা। কোনও রকম সংসার চলে। কিন্তু পড়াশোনার প্রতি ইচ্ছা শক্তির জন্যই মাধ্যমিকে নজরকারা ফল করেছিল কোচবিহারের কলাবাগান এলাকার বাসিন্দা পাপ্পু সাহা। ব্যতিক্রম হলো না উচ্চমাধ্যমিকেও। কোচবিহার রামভোলা স্কুলের ওই ছাত্রের উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৮৮।

মাধ্যমিক পাশ করার পর দু’বছর তার পড়াশোনার দায়িত্ব নেন বর্তমান তুফানগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার। সেই সময় তিনি কোচবিহারে কর্মরত ছিলেন। পাপ্পু বাংলায় পেয়েছে ৯২, ইংরেজিতে ৯৩, জীববিদ্যায় ৯৯, অঙ্কে ৯৮। স্থগিত হয়ে যায় পদার্থবিদ্যা এবং রসায়ন পরীক্ষা। জীববিদ্যার নম্বরের ভিত্তিতে তার ওই দুই বিষয়ের প্রাপ্ত নম্বর ৯৯।

মেধাবী পাপ্পুকে কার্যত বিনা বেতনে পড়াতেন শিক্ষকরা।।দাদা কৃষ্ণ সাহা বলেন, “মাধ্যমিকের সময় কোনও সহযোগিতা পায়নি ভাই। তারপরেও নম্বর ভালো ছিল। বিজ্ঞান বিভাগে যথেষ্ট ভালো নম্বর পেয়েছিল ভাই। বিভিন্ন বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে স্কুলের তরফ থেকে। সফলতা পেয়েছে বারবার।” ভবিষ্যতে চিকিৎসক হতে চায় পাপ্পু। সে বলে, “রাহুল তালুকদারের সহযোগিতা না থাকলে এই ফলাফল সম্ভব হতো না।” একই সঙ্গে স্কুলের প্রতিটি শিক্ষকের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।