শহরজুড়ে সংক্রমণ রুখতে লড়াই করছেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। অথচ তাঁর অফিসেই এবার কর্মীর মৃত্যু। শনিবার সকালে কোভিডে আক্রান্ত এক পুরকর্মীর মৃত্যুতে একদিকে যেমন আতঙ্ক তৈরি হয়েছে, তেমনি কর্মীরাও গোটা ব্যবস্থাপনায় ব্যাপক ক্ষুব্ধ। তবে এই কর্মীর কোভিডেই মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে স্বীকার করা হয়নি। জন্ম-মৃত্যুর নথিভুক্তিকরণের যে বিভাগ, সেই বিভাগেরই এক কর্মী গত মঙ্গলবার কোভিড পজিটিভ হন। আজ মৃত্যুর পর ক্ষুব্ধ কর্মীরা কাজ বন্ধ করে দেন। তাঁদের দাবি পুর কর্তৃপক্ষ যথাযথ সামাজিক দূরত্ব এবং স্যানিটাইজেশনের প্রতিশ্রুতি দিক। না দিলে আগামী সোমবার থেকে তাঁরা কর্মবিরতির পথে যেতে বাধ্য হবেন।