পূর্ব মেদিনীপুর জেলায় রাজ্যের পর্যটন কেন্দ্র দিঘাতে এবার করোনার থাবা। পুলিশ ও প্রশাসনের সূত্রে খবর, শুক্রবার দিঘার নেহরু মার্কেটের মধ্যে এক ব্যবসায়ী রবি মিশ্রর (৫০) করোনা পজিটিভ রিপোর্ট আসে। আজ, শনিবার থেকে দিঘার নেহরু মার্কেট সিল করে দেওয়া হয়।ওই ব্যবসায়ীর বাড়ি দিঘা হাসপাতালের পিছনের গ্রামে। তাই ওই গ্রামের মধ্যেও সাধারণদের যাওয়া আসা নিয়ত্রণ করা হয়েছে। প্রতিদিন পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় করোনার প্রভাব প্রতিদিন বাড়ছে। ফলে ফের জেলা জুড়ে লকডাউন করা হতে পারে বলে সূত্রের খবর। যদিও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে জোন ধরে লকডাউন চলছে ।