রাজস্থানে কংগ্রেস বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গেহলট সরকার। একটি অডিও টেপের কথোপকথনের ভিত্তিতে এই অভিযোগ। এবার তার পাল্টা কংগ্রেসের কেন্দ্রীয় স্তরের নেতা ও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ রণদীপ সুরজেওয়ালা সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি। রাজস্থানের বিজেপির নেতা লক্ষ্মীকান্ত ভরদ্বাজ পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ভুয়ো টেপ নিয়ে তদন্ত ও সুরজেওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াতের মানহানির উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য ও মিথ্যা কুৎসা ছড়িয়েছেন রাজস্থানের কংগ্রেস দলের পর্যবেক্ষক রণদীপ সুরজেওয়ালা। একটি ভুয়ো টেপের ভিত্তিতে মন্ত্রী ও বিজেপির বদনাম করতেই এই উদ্দেশ্যপ্রণোদিত প্রচার। রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলটের ওএসডি লোকেশ শর্মাও ভুয়ো টেপ ছড়িয়ে বিজেপি বিরোধী মিথ্যা প্রচারে যুক্ত। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































