কয়েক’শো ফুট লম্বা গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে!

0
1

একের পর এক মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে। সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণের পর ফের পৃথিবীর দিকে এগিয়ে আসছে এক বিশালাকার। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লন্ডন আই’-এর থেকে দেড় গুণ বড় এই গ্রহাণু। লন্ডন আই-এর উচ্চতা ৪৪৩ ফুট।

এই গ্রহাণুর নাম এসটেরয়েড ২০২০ এন ডি। ২৪ জুলাই পৃথিবীর কাছাকাছি পৌঁছে যাবে। নাসা জানিয়েছে, পৃথিবীর ০.০৩৪ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মধ্যে পৌঁছে যাবে এই গ্রহাণু। বিজ্ঞানীদের কথায়, মহাকাশে বিভিন্ন গ্রহ তৈরি হওয়ার আগে এরকমই অনেক গ্রহাণু দিয়ে তৈরি হয়েছিল।

এর আগে গত মাসে গ্রহাণু ধেয়ে আসে পৃথিবীর দিকে। ৫ জুন এক্সটেরয়েড ২০২০ কেএন পৃথিবী থেকে ৬১ লক্ষ কিমি দূর থেকে কার্যত ঝড়ের গতিতে বেরিয়ে যায়। এর গতিবেগ ১২.৬৬ কিলোমিটার প্রতি সেকেন্ড ছিল। ৬ জুন অ্যাস্টারয়েড ২০২০ এনএন ৪ পৃথিবীর পাশ দিয়েই বেরিয়ে যায়। এর গতিবেগ ছিল ৪০,১৪০ কিমি প্রতি ঘণ্টায়।