সাংসদ অর্জুন সিং ও তাঁর ছেলে পবনকে গ্রেফতার করে এনকাউন্টারে মেরে দিতে পারে পুলিশ। শুক্রবার, এই আশঙ্কার কথা জানালেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
শুক্রবার, বারাকপুরের বিজেপির সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বিনা পরোয়ানায় পুলিশ তল্লাশি চালিয়। কোনো কাগজ না দেখাতে পারায় সিআরপিএফ-এর নিরাপত্তা রক্ষী ও অর্জুনের বিধায়ক পুত্রের সঙ্গে বাক বিতন্ডার পর তারা ফিরে যায়।
কৈলাস বিজয় বর্গীয় নিজের টুইটের শেষে উল্লেখ করে বলেন, ইচ্ছে করে এটা করা হচ্ছে। অভিযোগ এনকাউন্টার করে তাঁকে মেরে ফেলতে দিতে পারে পুলিশ।
पश्चिम बंगाल के बैरकपुर से भाजपा सांसद श्री @ArjunsinghWB जी के घर को आज फिर पुलिस ने घेर लिया! आशंका है कि पुलिस उनका और उनके विधायक पुत्र पवन सिंहजी का एनकाउंटर करना चाहती है।
ममताजी यदि पुलिस ने ऐसी कोई कोशिश भी की तो इसके परिणाम गंभीर होंगे।— Kailash Vijayvargiya (@KailashOnline) July 17, 2020