ছাত্রদের স্বার্থে খাতা রিভিউ ও স্ক্রুটিনির খরচ কমাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

0
1

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা রিভিউ ও স্ক্রুটিনির খরচ কমাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর কোনও পরীক্ষার্থী যদি খাতা স্ক্রুটিনি করতে চাইলে তাকে দিতে হবে ৫০ টাকা। আগে দিতে হত ৬০ টাকা। অন্যদিকে, উত্তরপত্র রিভিউ করতে দিতে চাইলে তাকে দিতে হবে ৭৫টাকা। আগে দিতে হত ১০০ টাকা। ৩১ আগস্ট বা তার মধ্যে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। শুক্রবার ফল প্রকাশের সাংবাদিক বৈঠকে সংসদ সভানেত্রী মহুয়া দাস বলেন, “শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও স্কুল শিক্ষা দফতরের সচিবের নির্দেশে এই সিদ্ধান্ত নিচ্ছে সংসদ।”

একইসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে মহুয়া দাস বলেন, কোনও বিষয়ের নম্বর নিয়ে পরীক্ষার্থীদের অসন্তোষ থাকতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা নেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সেক্ষেত্রে পরবর্তী লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর চূড়ান্ত এবং অপরিবর্তনীয়।