কলকাতায় বাড়লো কন্টেনমেন্ট জোনের তালিকা, জুড়লো ভবানীপুর, গড়িয়াহাট

0
1

ফের কন্টেনমেন্ট জোনের তালিকা বাড়লো কলকাতায়। তালিকায় যোগ হলো সাতটি নতুন এলাকা। এই নিয়ে শহরে কন্টেনমেন্ট জোনের সংখ্যা হল ২৪।

ওই ৭টি এলাকার মধ্যে রয়েছে ভবানীপুর এবং গড়িয়াহাটের দুটি এলাকা। ভবানীপুরের চন্দ্রমাধব রোডে একই পরিবারের ৪জন করোনায় আক্রান্ত। ডোভার লেনে এক পরিবারে আক্রান্ত হয়েছেন ৮ জন। গড়চা এলাকায় পাশাপাশি দুটি অ্যাপার্টমেন্টে আক্রান্ত হয়েছেন ৮ জন। আজ এই এলাকাগুলি ঘুরে দেখেন পুলিশের শীর্ষ আধিকারিকরা।