রেলপথে ভারতের লঙ্কা পৌঁছে গেল বাংলাদেশে। শুক্রবার সীমান্ত পেরিয়ে লঙ্কা বোঝাই এই বিশেষ ট্রেনটি পৌছে গেল বাংলাদেশে। এর ফলে ভারতীয় রেল মারফত পণ্য পরিবহণের ক্ষেত্রে নতুন উদ্যোগ সফল হল, এমনটাই মনে করছেন রেল আধিকারিকরা।
ভারতীয় রেলমন্ত্রক সূত্রে খবর, এই প্রথমবার দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশের বেনাপোলের উদ্দেশে রওনা হওয়া শুকনো লঙ্কা বোঝাই ভারতীয় রেলের এই বিশেষ পণ্যবাহী ট্রেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার রেড্ডিপালেম থেকে বাংলাদেশ পৌঁছল। প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের গুন্টুর লঙ্কা চাষের জন্য বিখ্যাত। এখানকার লঙ্কার আন্তর্জাতিক স্তরেও বেশ নাম আছে। আগে গুন্টুর ও পার্শ্ববর্তী এলাকার কৃষক তথা ব্যবসায়ীরা বাংলাদেশে সড়কপথে শুকনো লঙ্কা পাঠাতেন। স্বাভাবিকভাবেই সড়কপথে খরচ অনেক বেশি। পরিবহণের জন্য প্রতি টনে খরচ পড়ত প্রায় ৭ হাজার টাকা। তার পাশাপাশি একসঙ্গে বিপুল পরিমাণ শুকনো লঙ্কা সরবরাহ করা যেত না। প্রত্যেকবার পরিবহণের জন্য খরচও সমান হারে বাড়ত।
লকডাউনের সময় গুন্টুর ও পার্শ্ববর্তী এলাকার চাষীরা সড়কপথে এই লঙ্কা বাংলাদেশে পাঠাতে পারেনি। যদিও ব্যাপক চাহিদা ছিল এই শুকনো লঙ্কার। এই অবস্থায় রেল কর্মী ও আধিকারিকরা কৃষক প্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে রেল পথে পণ্য পাঠানোর কথা বলেন।





























































































































