আপাতত চারদিনের জন্য স্বস্তি মিলল পাইলট শিবিরে।
কংগ্রেস বনাম কংগ্রেস আইনি যুদ্ধে শুক্রবার রাজস্থান হাইকোর্ট রায় দিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত শচিন পাইলট ও তাঁর অনুগামী ১৮ বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না বিধানসভার স্পিকার সি পি যোশী। গেহলট বিরোধী কংগ্রেস বিধায়কদের সদস্যপদ কেন খারিজ করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দিয়েছিলেন স্পিকার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শচিনরা গিয়েছিলেন হাইকোর্টে। তাঁদের অভিযোগ, দলবিরোধী কার্যকলাপের অভিযোগের আড়ালে মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শুক্রবার সওয়াল শেষ করেন বিদ্রোহী পাইলটদের আইনজীবীরা। সোমবার ফের শুনানি। ফলে মঙ্গলবার পর্যন্ত স্বস্তি পাইলট শিবিরে।































































































































