অবশেষে সব জট কাটিয়ে হালিশহর পুরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কাউন্সিলর তথা প্রশাসক রাজু সাহানি। কিছুদিন আগেই পদত্যাগ করেছেন হালিশহর পুরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান অংশুমান রায়।
দায়িত্ব নিয়েই হালিশহরের সমস্ত রকমের অসুবিধা এবং লকডাউনে থমকে যাওয়া কাজ পুনরায় শুরু করবেন বলে জানান নতুন পুর প্রশাসক রাজু সাহানি।





























































































































