বাড়ছে করোনা সংক্রমণ। যে কারণে হাসপাতালে বেড পাওয়ার সমস্যা বাড়ছে। সেই কারণে এবার আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালকে কোভিড হাসপাতাল করতে চলেছে রাজ্য সরকার । এদিনই নীলরতন সরকার হাসপাতালের সুপারসহ এক প্রতিনিধিদল এসে ঘুরে যান আর আহমেদ ডেন্টাল কলেজ। সঙ্গে ছিলেন পূর্ত বিভাগের কর্তারা। শুধু তাই নয় আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালকে দ্রুত কোভিড হাসপাতালে পরিণত করার জন্য অবিলম্বে কী কী বন্দোবস্ত নেওয়ার দরকার সে ব্যাপারে তারা একপ্রস্থ আলোচনা সেরে নিয়েছেন ।
উল্লেখ্য আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালে কোনও শয্যা নেই। তেমনি নেই কোনও আইসোলেশন বিভাগ। জরুরি ভিত্তিতে সেখানে আইসোলেশন বিভাগ ও বেড প্রস্তুতের কাজ শুরু করা হচ্ছে। জানা গিয়েছে ডেন্টাল কলেজের নতুন বিল্ডিংয়েই হবে কোভিড হাসপাতাল। তদারকিতে থাকবেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। তবে এটি কত বেডের কোভিড হাসপাতাল হবে কিংবা কত দিনের মধ্যে তা শুরু হবে, তা পরে জানানো হবে।