রাষ্ট্রসঙ্ঘের ৭৫ পূর্তি উপলক্ষ্যে আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রীর ভাষণ

0
1

১. আমরা রাষ্ট্রসঙ্ঘের ৭৫ তম বর্ষপূর্তি পালন করছি।

২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসঙ্ঘে তৈরি সময় যে ৫০ টি দেশ ছিল, ভারত তার মধ্যে অন্যতম

৩. এখন সদস্য সংখ্যা ১৯৩

৪. ইকোসোর প্রথম প্রেসিডেন্ট ভারতের

৫. আমরা অন্য দেশের উন্নয়নের জন্য হাত বাড়িয়ে দিয়ে থাকি

৬. আমরা জানি ভারত যদি উন্নতি করে তাহলে পৃথিবীও এগোবে

৭. আমাদের স্লোগান– সবকা সাথ, সবকা বিকাশ। সকলকে নিয়ে উন্নয়ন

৮. আমরা আমাদের প্রকল্পে গরিবদের জন্য ঘর তৈরি করেছি। গরিবদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প তৈরি করেছি। যেখানে কয়েক কোটি মানুষকে আমরা শৌচালয় তৈরি করে দিয়েছি

৯. মহিলারা এগিয়েছেন। স্থানীয় প্রশাসনে প্রায় দশ লক্ষের বেশি মহিলারা এসেছেন

১০. আমরা প্রায় ১০কোটি মানুষের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছি

১১. ভারত স্কিম পৃথিবীর মধ্যে সবথেকে বড় স্বাস্থ্য বিমা

১২. আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫০ কোটি মানুষকে আমরা স্বাস্থ্যবিমা দিয়েছি

১৩. ভারতে করোনায় মৃত্যু সবচেয়ে কম

১৪. স্বাস্থ্যকর্মীদের জন্যই সম্ভব হয়েছে

১৫. আমরা শুধু সার্কের দেশগুলিকে কোভিড পরিস্থিতিতে সাহায্য করেছি তাই নয়, পৃথিবীর বিভিন্ন দেশকে কোনও না কোনও ভাবে সাহায্য করেছি

১৬. আত্মনির্ভর ভারত তৈরি করছি যা একজোট হয়ে উন্নয়নের দিকে এগোবে এবং পৃথিবীরকে পথ দেখাবে

১৭. ইবোলা থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয়, আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছি

১৮. বিশ্বায়ন হোক। সমস্ত দেশ একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করুক। উন্নয়ন হোক এবং পিছিয়ে থাকা দেশগুলি এগিয়ে আসুক

১৯. সারা পৃথিবী জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অর্থনৈতিক বৈষম্য দূর করা আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব

২০. রাষ্ট্রসঙ্ঘে অন্যতম সদস্য রাষ্ট্র হিসেবে ভারত তার ভূমিকা পালন করবে এবং পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনও লড়াইয়ের সৈনিক হিসেবে সামনের সারিতে থাকবে