রাজস্থানে দল ভাঙার চেষ্টা করলেও শচীন পাইলটকে ঘরে ফেরানোর আশা এখনও ছাড়েনি কংগ্রেস। মুখ্যমন্ত্রী অশোক গেহলট শচীনের বিরোধী হলেও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব শচীনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। পি চিদাম্বরম গতকাল গভীর রাত পর্যন্ত বেশ কয়েকবার ফোনে কথা বলেন শচীন পাইলটের সঙ্গে।
কী কথা হলো? চিদম্বরম জানান আমি শচীনকে বলেছি, আলোচনায় বসার জন্য দল তোমাকে প্রকাশ্যে আমন্ত্রণ জানিয়েছে। তুমি সুযোগটা কাজে লাগাও। চিদম্বরমের সঙ্গে যে কথা হয়েছে, সে প্রসঙ্গে শচীন গতকালই বলেছিলেন, দক্ষিণ ভারতের এক নেতার সঙ্গে তাঁর কথা চলছে। তিনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন। ১৮ বিধায়কের সদস্যপদ কেন খারিজ করা হবে না, সে নিয়ে বিধানসভার স্পিকার সিপি যোশি গতকাল নোটিশ দিয়েছিলেন। আজ তার শুনানি হাই কোর্টে। বিজেপির হয়ে সাওয়াল করবেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি, ও স্পিকারের হয়ে সওয়াল করবেন অভিষেক মনু সিংভি।





























































































































