সিবিএসই-তে কেমিস্ট্রিতে মাত্র ২৪! নিজের রেজাল্টের ছবি পোস্ট করে পড়ুয়াদের ভরসা দিলেন ইউপিএসসি টপার আইএএস নীতিন সাঙ্গওয়ান।
তিনি রেজাল্টের ছবি দিয়ে লিখেছেন, ‘দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কেমিস্ট্রিতে মাত্র এক নম্বর বেশি পেয়েছিলাম পাস মার্কের চেয়ে। কিন্তু দেখো, আমি হতাশ হয়ে পড়িনি। জীবন এক মস্ত সুযোগ, যেখান এক ঝুড়ি নম্বর ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায়। যেমনই রেজাল্ট হোক, হতাশ হতে নেই । খারাপ রেজাল্টের মধ্য দিয়ে বরং নিজেকে আরও একবার খুঁজে দেখার চেষ্টা করো।‘
অনেক ক্ষেত্রে চমকে দেওয়া রেজাল্ট করেছে অনেকে, অনেকে প্রত্যাশামতো ফল করতে পারেনি। যারা দ্বিতীয় দলে, ভাল করতে না পেরে ভেঙে পড়েছে, তাদের ভরসা দিতে একেবারে অন্য রকমের একটি পোস্ট নিজের ট্যুইটার অ্যাকাউন্টে দিয়েছেন ইউপিএসসি টপার তথা আইএএস অফিসার নীতিন সাঙ্গওয়ান। ফল দেখে কেউ যাতে হতাশ না হয়ে পড়ে, সেজন্যই এমন একটি পোস্ট দিয়েছেন বলে জানিয়েছেন সাঙ্গওয়ান।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.