টার্গেট অর্জুন: ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে এবার কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ

0
1

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে কার্যত টার্গেট করে ফেলেছে তৃণমূল! তল্লাশি চলছে তাঁর বাড়িতে। এবার আরও কয়েক ধাপ এগিয়ে তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার তছরুপের অভিযোগ আনলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

তথ্য-প্রমাণসহ জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন কমপক্ষে ৪৬ কোটি টাকা তছরুপ করেছে অর্জুন। এবং সেই আর্থিক দুর্নীতি থেকে বাঁচতেই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে অর্জুন সিং। এসব করছে।

এদিন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “অর্জুনকে কেউ ছোঁবে না। ও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন‍্য এসব করছে। লাইম লাইটে আসার জন‍্য খুন করেছে। ও চেয়ারম্যান থাকাকালীন ৪৬ কোটি টাকা তছরুপ করেছে। ওসব থেকে বাঁচার জন‍্য‌ই এসব করছে।”

তিনি বলেন, “আমাদের‌ও এক বড় নেতাকে মন্ত্রী করার জন‍্য অনেক দৌড়াদৌড়ি করেছিল কৈলাস বিজয়বর্গীয়। এখন অর্জুনকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন‍্য এসব করেছে।”