কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সঙ্গে কতদিন পরে আপনি দেখা করবেন, জানেন কী? এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিল মার্কিন স্বাস্থ্য সম্পর্কিত সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ।
সিডিসি জানিয়েছে, পরিজন বা বন্ধু কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে উঠলেই তাঁর সঙ্গে অন্তত ১০ দিন পরে দেখা করতে যান। না হলে আপনিও সংক্রমিত হতে পারেন । এক্ষেত্রেও কী কী সতর্কতা নিতে হবে তাও জানিয়েছে সিডিসি।
প্রথমেই জানতে হবে, ওই রোগীর অন্তত শেষ ৩ দিন জ্বর এসেছে কিনা। দ্বিতীয়ত, তাঁর কাশি-শ্বাসকষ্ট কমেছে কিনা তাও জানতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, তৃতীয়টি হল, সুস্থ হওয়ার পর টানা ১০ দিন কোয়ারান্টাইনে তিনি ছিলেন কিনা । এই তিন শর্ত পূরণ হলে তবেই ওই ব্যক্তির সঙ্গে দেখা করা ঝুঁকিহীন হবে।
সিডিসি জানিয়েছে, এমনও হতে পারে, যার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে তিনি অ্যাসিম্পটম্যাটিক? সেক্ষেত্রেও কারও সঙ্গে দেখা করতে হলে ১০ দিন অন্তত অপেক্ষা করা উচিত। সিডিসি বলছে, একমাত্র ২৪ ঘণ্টার তফাতে যদি পরপর ২ বার কোভিড-১৯ নেগেটিভ রেজাল্ট আসে, তাহলে জনসমক্ষে যাওয়া সম্ভব।
আর যদি আপনি নিজে করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন? তাহলে যেদিন এই সংস্পর্শ ঘটেছে, সেদিন থেকে ১৪ দিন পর্যন্ত নিজেকে সেলফ আইসোলেশনে রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে কোভিড-১৯ আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে কিনা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.