অবশেষে দেখা যাচ্ছে উচ্চমাধ্যমিকের ফলাফল

0
1

প্রায় ২ ঘণ্টা পর অবশেষে সচল ওয়েবসাইট। অবশেষে দেখা যাচ্ছে উচ্চমাধ্যমিকের ফলাফল। সার্ভার বিভ্রাটের জেরে লক্ষ লক্ষ পরীক্ষার্থী নাজেহাল।উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯ । শাখাওয়াত মেমোরিয়ালের স্রোতশ্রী রায় (৪৯৯)। বাঁকুড়া বড়জোড়া হাইস্কুল গৌরব মণ্ডল (৪৯৯) । রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের জয় মণ্ডল (৪৯৮)। কোচবিহার জেনকিনস হাইস্কুলের কৃষ্টিধর পণ্ডিত (৪৯৬)। টাকি বয়েজ হাইস্কুলের শঙ্খদীপ দাস (৪৯৬)। ৫০০-র মধ্যে একাধিক ছাত্র-ছাত্রীর প্রাপ্ত নম্বর ৪৯৯। ভাল ফল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, রহড়া রামকৃষ্ণ মিশনের। ভাল ফল নব নালন্দা, যোধপুর পার্ক বয়েজ স্কুলের।