গ্রেফতার হওয়া অভিযুক্তদের থানায় বসিয়ে জামাই আদর করার অভিযোগ আগেই উঠেছিল। সেই অভিযোগে বুধবার কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকারকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বদলি করা হয়। এবার বদলি করা হলো জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অভিষেক মোদিকে। বারাকপুরে সেকেন্ড ব্যটেলিয়ানে বদলি করে দেওয়া হলো। যদিও এই বদলি সম্পর্কে কোনো মন্তব্য করেননি ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গে ধর্মঘটের ডাক দিয়েছিল বিজেপি। সেই ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামে বিজেপি। জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ বিজেপির নেতাকর্মীদের গ্রেফতার করে। তাঁদের নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের খিদে পাওয়ায় তাঁদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে পুলিশ। খাসির মাংস আর ভাত দেওয়া হয় তাঁদের। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বদলি করা হয় কোতোয়ালি থানার আইসি।





























































































































