রাজ্যে করোনার রেকর্ড ব্রেকিং “পারফরম্যান্স”! এবার একদিনে আক্রান্ত ১৮৯৪

0
1

এবার রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরও ১৮৯৪ জন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। সব মিলিয়ে এ পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮,০১১ জন। এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ২৬ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৪৯। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৪,৭০৯। তবে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮৩৮ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২২,২৫৩।