কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের লড়াই। রাজস্থান হাইকোর্টে শুক্রবারের আইনি লড়াইয়ের দিকে নজর রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রী অশোক গেহলট বনাম কংগ্রেসের বিদ্রোহী নেতা শচিন পাইলটের রাজনৈতিক দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে এই আইনি যুদ্ধ। আর এই পরিস্থিতিতে বেজায় অস্বস্তিতে কংগ্রেস। রাজস্থানের অস্থিরতার জন্য কংগ্রেস হাইকমান্ড বিজেপির দিকে আঙুল তুললেও তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কারণ কংগ্রেসে থাকা শচিন পাইলটই রাজ্যের কংগ্রেস সরকারকে সবচেয়ে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছেন।
মুখ্যমন্ত্রী গেহলটের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করার পর উপ মুখ্যমন্ত্রিত্ব এবং প্রদেশ কংগ্রেস সভাপতির পদ; দুটি থেকেই অপসারণ করা হয় পাইলটকে। বুধবার পাইলট সহ ১৯ জন কংগ্রেস বিধায়ককে নোটিশ দিয়ে রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশী জানিয়েছেন, শুক্রবারের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট না করলে তাঁদের সবার বিধায়ক পদ খারিজ করে দেওয়া হবে। এই নোটিশেই প্রবল চটেছেন পাইলট ও তাঁর অনুগামীরা। স্পিকারের নির্দেশ চ্যালেঞ্জ করে তাঁরা রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে এই আইনি লড়াইয়ে পাইলট শিবিরের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিজেপি জমানায় কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করা খ্যাতনামা দুই অাইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি। অন্যদিকে রাজস্থানের স্পিকারের হয়ে সওয়াল করবেন কংগ্রেস সাংসদ ও বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি।































































































































