চিন্তিত কৃষি দফতর, বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে

0
1

জুলাই মাসের প্রথম ১৪ দিনে বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তা নিয়ে চিন্তিত কৃষি দফতর। তবে আমন ধানের ভালো ফলনের জায়গা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম। সেখানে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। নদীয়া ও মুর্শিদাবাদেও ভালো বৃষ্টি হয়েছে।

কৃষিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে চলতি মাসে বৃষ্টির ঘাটতি রয়েছে। জুলাই মাসের প্রথম ১৪ দিনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় যথাক্রমে স্বাভাবিকের থেকে ২৭ এবং ৫৫ শতাংশ বৃষ্টি কম হয়েছে। এই সময়ে হাওড়ায় ৩৪ শতাংশ, হুগলিতে ২৭ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৫৯ শতাংশ ও পশ্চিম মেদিনীপুরে ৩৬ শতাংশ বৃষ্টি কম হয়েছে। অন্যদিকে, জুন মাস থেকে দুই মেদিনীপুরে বৃষ্টির ঘাটতি চলছে। তবে দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পুরুলিয়া জেলায় এই সময়কালে স্বাভাবিকের থেকে ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বাভাবিকের থেকে ১১ শতাংশ কম বৃষ্টি হয়েছে।