হাসপাতালে ভর্তি হলেন কোভিড-১৯এ আক্রান্ত ঐশ্বর্যা ও আরাধ্যা

0
1

এবার হাসপাতালে ভর্তি হলেন কোভিড-১৯এ আক্রান্ত ঐশ্বর্যা রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যা। শুক্রবার রাতে দুজনকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এইকদিন
করোনা আক্রান্ত হওয়ার পরে বাড়িতেই ছিলেন ঐশ্বর্যা-আরাধ্যা। উপসর্গ কম থাকায় বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন । এখনও নানাবতী হাসপাতালে ভর্তি আছেন অমিতাভ বচ্চন ও অভিষেক।
প্রসঙ্গত, প্রথম পরীক্ষা য় বচ্চন পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু দ্বিতীয়বারের পরীক্ষায় ঐশ্বর্যা রাই বচ্চন এবং আরাধ্যার রিপোর্টও পজিটিভ আসে।
তবে উপসর্গ গুরুতর না হওয়ায় বাড়িতেই আইসোলেশনে ছিলেন দু’জন। কিন্তু, শুক্রবার রাতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।