অতিমারির কোপ দমদম বিমানবন্দরেও। বন্ধ প্রশাসনিক অফিস। কয়েকজন শীর্ষ আধিকারিক কোভিডে আক্রান্ত।
এই সংক্রমণের মধ্যেও দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আমেদাবাদ এই ৬ টি শহরের মধ্যে বিমান পরিষেবা চালু করতে তৎপর বিমানবন্দর কর্তৃপক্ষ। ২০ জুলাই থেকে শুরু হবে এই পরিষেবা। তবে যাত্রীদের মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।
সংক্রমণ রুখতে কেন্দ্রের কাছে নিয়ন্ত্রিত বিমান চলাচলের দাবি জানিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবিকে মেনে নেয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রক। এই কারণে দেশের ছ’টি শহরের সঙ্গে কলকাতার বিমান পরিষেবা বন্ধ রাখা হয় ৬-১৯ জুলাই পর্যন্ত। আবার ওই ছ’টি শহরের সঙ্গে বিমান পরিষেবা চালু হচ্ছে।
বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্যের কথায়, ‘আশা করছি, ২০ জুলাই থেকে কলকাতার সঙ্গে ছ’টি শহরের বিমান পরিষেবা চালু হবে। কয়েকটি এয়ারলাইন্স বুকিংও শুরু করেছে। সব রকম স্বাস্থ্যবিধি মেনেই পরিষেবা দেওয়া হবে।’




























































































































