বর্ধমানে ভরদুপুরে ৩০ কেজি সোনা লুঠ, গুলিতে আহত যুবক

0
1

দিনে দুপুরে অর্থলগ্নি সংস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে টানা আধঘন্টা ধরে চলল লুঠপাট। ৩০ কেজি সোনা নিয়ে পালানোর সময় এলোপাথাড়ি গুলিতে বিদ্ধ হলেন এক পথচারী। ঘটনাস্থল বর্ধমানের বি সি রায় রোডের বড়বাজার এলাকা।

বর্ধমান থানা থেকে ২৫০ মিটার দূরে মন্নপূরম গোল্ড লোনের অফিস। সেখানেই দুপুরে জনা সাতেক দুষ্কৃতী ঢুকে পড়ে। এরপর প্রায় ২৫ মিনিট ধরে সেখানে সোনা লুঠ করে। লকার থেকে প্রায় ৩০ কেজি সোনা নিয়ে দুষ্কৃতীরা বেরোবার মুখে টোটো চালক হীরাময় মন্ডলের মুখোমুখি হন হয়। তার হাতে ব্যাগ ছিল। সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাকে বাঁচাতে এক যুবক এগিয়ে আসে। তখন পরপর তিনটি গুলি করে দুষ্কৃতীরা। দুটি গুলি লাগে যুবকের শরীরে। রাস্তায় তিনি বসে পড়েন। সেই সুযোগে ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ আসে আহত যুবককে হাসপাতালে পাঠানো হয়। বর্ধমানের বিভিন্ন এলাকা সিল করে দিয়ে দুষ্কৃতীদের খোঁজ চলছে। তারা বাইকে করে এসেছিল বলে জানা গিয়েছে।