এবার ভরসা জোগাবে অত্যাধুনিক ‘জিও গ্লাস’–এর। ভার্চুয়াল রিয়ালিটি ও ভিডিও কনফারেন্সিংয়ের মিশেলে আমূল পরিবর্তন আনতে চলেছে এই জিও গ্লাস।
নিশ্চয়ই ভাবছেন কী আছে এই জিও গ্লাসে? রিলায়েন্স তরফে জানানো হয়েছে, এই জিও গ্লাসের প্রধান বৈশিষ্ট্যই হল হলোগ্রাফিক ভিডিও কলিং। অর্থাৎ এই গ্লাসের মাধ্যমে থ্রি ডায়মেনশনল হবে ভিডিও কলিং। যাঁর সঙ্গে কথা বলছেন, মনে হবে সে যেন আপনার সামনেই দাঁড়িয়ে আছে। তাছাড়া এটিতে থাকছে ২ডি ভিডিও কলিংয়ের সুবিধাও। বুধবার রিলায়েন্স ডিও এই ঘোষণা করেছে ।বলা হয়েছে, কাটিং এজ টেকনোলজির মাধ্যমে এটি সাধারণ গ্রাহকের কাছে পৌঁছে দেবে রিয়ালিটির এক অন্য অভিজ্ঞতা।
এই গ্লাসের ওজন মাত্র ৭৫ গ্রাম। যা সহজে ব্যবহার করা যাবে। তথ্য প্রযুক্তির ভাষায় যাকে বলা চলে ‘Mixed reality Services’। এটিকে একটি ছোট কেবলের মাধ্যমে যুক্ত করা যাবে। এবং এতে থাকবে ২৫টি অ্যাপ, যার মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মিটিং করা যাবে।
এই তথ্য প্রযুক্তির মাধ্যমে ৩ডি ভার্চুয়াল চ্যাট করা যাবে। এবং সেই চ্যাট হবে একেবারে রিয়াল টাইম। সবমিলিয়ে বলা যেতে পারে, জিও গ্লাস ভিডিও কনফারেন্সিংয়ে নতুন দিগন্তের সূচনা করবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.