স্বপ্না সরল-নির্দোষ: ফোন করে মামলা তুলে নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

0
1

“স্বপ্না বর্মন অত্যন্ত সরল এবং নির্দোষ মেয়ে। আমার বিশ্বাস ও কোনও অন্যায় করেনি। আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। ওর বিরুদ্ধে কেস তুলে নেওয়া হবে।” বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বেআইনি কাঠ মজুত রাখার অভিযোগে সোমবার সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের বাড়িতে অভিযান চালায় বন দফতর। জলপাইগুড়ির ঢিং পাড়ায় নতুন বাড়ি তৈরি করছেন স্বপ্না। সেখানেই অভিযান চালায় বন দফতর। বন দফতরের অভিযোগ, বাড়িতে মজুত কাঠের বৈধ কাগজ দেখাতে পারেননি স্বপ্না। তাঁকে ৩০ দিনের নোটিশ দেওয়া হয়। এই ঘটনায় সোনাজয়ী অ্যাথলিটের বিরুদ্ধে বন দফতরের দায়ের হওয়া মামলা তুলে নেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, বন দফতরের তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও ইঙ্গিত দেন তিনি। তাঁকে অন্য জায়গায় বদলির ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন মমতা।