রাজস্থানের স্পিকারের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ পাইলট  

0
2

দলবিরোধী কাজের অভিযোগে কেন তাঁদের বিধায়ক পদ খারিজ হবে না? এই প্রশ্নের ব্যখ্যা চেয়ে বিদ্রোহী শচিন পাইলট ও তাঁর অনুগামীদের বুধবার শো-কজ নোটিশ পাঠিয়েছেন রাজস্থানের স্পিকার সিপি যোশী। শুক্রবারের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। আর এরপরই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হলেন শচিন পাইলট ও তাঁর অনুগামীরা। পাইলটের পক্ষে লড়বেন মোদি জমানার প্রথম অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। আর রাজ্য সরকারের হয়ে সওয়াল করবেন কংগ্রেস সাংসদ ও অাইনজীবী অভিষেক মনু সিংভি। পরিস্থিতি যা তাতে কংগ্রেস ত্যাগ না করেও দলকে বিরাট অস্বস্তিতে ফেলে দিলেন পাইলট। অন্যদিকে মুখ্যমন্ত্রী অশোক গেহলট চান পাইলট ইস্যুতে একেবারে হেস্তনেস্ত করে নিতে। কারণ পাইলট শিবিরের ১৯ জনের বিধায়ক পদ খারিজ করানো গেলে একদিকে যেমন আস্থা ভোটে কংগ্রেসের জয়লাভ নিয়ে আর কোনও দুশ্চিন্তা থাকবে না, অন্যদিকে রাজ্য রাজনীতিতে গেহলটের সামনে বিদ্রোহের কাঁটাও দূর হবে। তাই কংগ্রেস হাইকমান্ড পাইলট ইস্যুতে কিছুটা ধীরে চলার নীতি নিলেও এখনই শেষ দেখে ছাড়তে চান অশোক গেহলট।