করোনা জর্জরিত মুম্বইয়ে এবার বৃষ্টি নিয়ে জারি লাল সতর্কবার্তা

0
1

বর্ষাকালে প্রতি বছরের মতো এবারও বানভাসি হতে চলেছে বাণিজ্য নগরী মুম্বই। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এমনিতেই মারণ ভাইরাস করোনায় জর্জরিত মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র। তারই মাঝে গোদের উপর বিষ ফোঁড়ার মতো এবার বৃষ্টি নিয়ে জারি হলো লাল সতর্কবার্তা।

ব্যাপক বৃষ্টির জেরে ইতিমধ্যেই মুম্বইয়ের বহু জায়গায় কোমর জল জমে গিয়েছে। এবার ভারী থেকে অতিভারী বৃষ্টির ইঙ্গিত দিয়ে “লাল” সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। একইসঙ্গে বৃহন্মুম্বই পুরসভা শহরবাসীকে বাইরে বেরতেও নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, থানে-পালঘর এবং মহারাষ্ট্রের অন্যান্য উপকূলীয় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। কোঙ্কন অঞ্চলে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।