আমফানের ত্রাণ বন্টনের ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করেছিলাম। তাই কিছু সমস্যা হয়েছিল। কিন্তু পরে তা আমরা সামলে নিয়েছি। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা বললেন মুখ্যমন্ত্রী। ত্রাণ নিয়ে যে সমস্যা হয়েছিল, তা বারে বারেই বিগত কয়েকদিন থেকে স্বীকার করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ত্রান দুর্নীতিতে জড়িত দলীয় কর্মীরা কেন আইনি পথে শাস্তি পাবেন না, কেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে না, তার জবাব কিন্তু এদিনও দেননি তিনি। তবে পাল্টা বলেন, বাম আমলে তো কোনও ত্রাণ, সাহায্য কিছুই করা হতো না। আমরা আসার পর ক্ষতিগ্রস্ত মানুষ সাহায্য পাচ্ছেন।
মুখ্যমন্ত্রী জানান, আমফানের ত্রাণ দুর্নীতি নিয়ে ৪০হাজার অভিযোগ পেয়েছিলেন। ২৬ হাজার জনের তালিকা জেলা শাসকদের কাছে এসেছিল। ৬ হাজার জনকে আমরা তালিকা থেকে বাদ দিয়েছি প্রয়োজন নেই বলে।