থানার সামনেই কান ধরে দাঁড়িয়ে মহিলা পুলিশকর্মী! ভাইরাল ছবি

0
3

থানার সামনে কান ধরে দাঁড়িয়ে আছেন এক মহিলা পুলিশ কর্মী। ঘটনা ময়নাগুড়ির। বুধবার রাতে এমনই এক ছবি ভাইরাল হয়েছে। সুত্রের খবর, বুধবার ময়নাগুড়ি থানায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচি চলছিল। সেই সময় ওই মহিলা পুলিশ কর্মী স্কুটি নিয়ে থানায় প্রবেশের চেষ্টা করলে তাঁকে থানার সামনেই ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পরে পরিস্থিতি শান্ত হলে চলে যান বিজেপি কর্মীরা। এরপরই ভাইরাল হয় ওই ছবি।

কিন্তু কী কারণে ওই মহিলা পুলিশ কর্মী কানে হাত দিলেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই মহিলা কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ওই সময় থানার চারপাশে তুমুল চিৎকার হচ্ছিল। সেই চিৎকার সহ্য করতে না পেরে হাত দিয়েছিলেন। সেই সুযোগে কেউ তাঁর ছবি তুলেছিলেন। ঘটনায় কে বা কারা জড়িত তারপর শুরু করেছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদি সত্যিই এই ছবি কেউ পোস্ট করে থাকে। তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।