কম খরচে নমুনা পরীক্ষার কিট তৈরি হলো ভারতে, নেপথ্যে আইআইটি দিল্লি

0
6

বিশ্বের মধ্যে সবথেকে কম দামে নমুনা পরীক্ষার কিট তৈরি করল আইআইটি দিল্লি। আরটি-পিসিআর নির্ভর ভাইরাস নির্ণয় কিটের কথা ঘোষণা করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

নতুন এই কিটের নাম কোরোসিওর। মঙ্গলবার রাতে টুইট করে মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, আইআইটি দিল্লির গবেষণাগারে তৈরি করা হয়েছে বিশ্বের সবথেকে কম মূল্যের ‘প্রোব ফ্রি’ আরটি-পিসিআর কিট। বিকল্প প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে সেই কিট এবং নিউটেক মেডিক্যাল নামে একটি সংস্থা বাজারে আনছে।

কোরোসিওর ম্যানেজিং ডিরেক্টর যতীন গোয়েল জানান, পুরো কিটের দাম পড়বে প্রায় ৬৫০ টাকা। তাঁর কথায়, ” অন্যান্য কিট এর তুলনায় এই কিট অনেক সস্তা। আইআইটি দিল্লির অধিকর্তা ভি রামগোপাল রাও বলেন, ‘ সারাদেশে লালা রস নমুনা পরীক্ষার ধরন বদলে দিতে পারে এই কিট।
প্রতিমাসে ২০ লক্ষ পরীক্ষা করানো সম্ভব। প্রতিটি পরীক্ষার ফল জানা যাবে মাত্র ৩ ঘণ্টার মধ্যে। এই কিটকে সবুজ সংকেত দিয়েছে আইসিএমআর।”