রাজ্যপাল প্রমাণ করুন দেবেন্দ্রনাথ খুন হয়েছেন, নইলে পদত্যাগ করুন : মুখ্যমন্ত্রী

0
1

বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু প্রসঙ্গ উত্থাপন করে তাঁর স্পষ্ট কথা, রাজ্যপাল পরপর ট্যুইট করছেন, বিবৃতি দিচ্ছেন এই মৃত্যু নিয়ে। আমি বলতে বাধ্য হচ্ছি, উনি আগে প্রমাণ করুন এটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আর তা প্রমাণ করতে না পারলে পদত্যাগ করুন। রাজ্যপালের একের পর এক বিবৃতিতে স্পষ্টতই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল বিজেপির মুখপাত্রর মতো কথা বলছেন। অমিত শাহ যতখানি না বিজেপির হয়ে কথা বলেন, তার চেয়ে বেশি বলছেন উনি। উনি ভাল করে খাওয়া দাওয়া করুন, সুস্থ থাকুন, ভাল থাকুন।