ঐতিহাসিক প্রাপ্তি : কলকাতা থেকে চট্টগ্রাম হয়ে ত্রিপুরা যাচ্ছে জাহাজ

0
1

ঐতিহাসিক প্রাপ্তি। এবার পণ্য পরিবহন হল আরও সুবিধাজনক। কলকাতা থেকে যাত্রা শুরু করল পণ্যবাহী জাহাজ। ভারত-বাংলাদেশ উপকূলীয় চুক্তির অধীনে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর থেকে ‘ট্রানজিট কার্গো’-এর জাহাজটি বর্ণময় যাত্রা শুরু করল বৃহস্পতিবার।

দেখুন ভিডিও …

পণ্যবাহী এই জাহাজটি কলকাতা থেকে চট্টগ্রাম হয়ে ত্রিপুরায় পৌঁছাবে। বৃহস্পতিবার জাহাজটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।  মাত্র ৩ দিনে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত যাবে এই জাহাজ। সেখান থেকে সড়কপথে পণ্য চলে যাবে ত্রিপুরা, অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গায়।  এদিন এই অনুষ্ঠানে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মানসুখ মানদাভিয়া। এই ট্রানজিট কার্গোর মাধ্যমে এবারে সহজেই বাংলাদেশ থেকে আমদানি এবং রপ্তানি করা যাবে বলে জানিয়েছেন বিনীত কুমার।

উল্লেখ্য, এর আগে হলদিয়া বন্দর থেকে কলকাতা বাংলাদেশ হয়ে ত্রিপুরা পর্যন্ত একটি পণ্যবাহী জাহাজ যাত্রা শুরু করে।