HS-এর ফল কেন প্রাইভেট ইউনিভার্সিটির সাইটে, হাইকোর্টে জরুরি শুনানি

0
2

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের জন্য পর্ষদ কেন একটিমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাইটকে বেছে নিল? এটা স্বার্থের সংঘাত। যে বিশ্ববিদ্যালয় এখন পড়ুয়া ভর্তি চায়, তার হাতেই ফল প্রকাশ!

বুধবার এনিয়ে অভিযোগ উঠেছিল।
বৃহস্পতিবার এনিয়ে জনস্বার্থ মামলা করেন সবিতাদেব বন্দ্যোপাধ্যায়। তাঁর তরফে আইনজীবী অয়ন চক্রবর্তীর আবেদন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কোর্ট বন্ধ থাকলেও প্রধান বিচারপতি এটি শুনানির জন্য গ্রহণ করেন। শুক্রবার বিকেলে ফল প্রকাশ। তার আগে সকালেই জরুরি ভিত্তিতে শুনানি হবে। ডিভিশন বেঞ্চ বসবে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সকালেই ফয়সালা হয়ে যাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাইটে ফল প্রকাশ হতে পারে কি না।
আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন,” উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের জন্য বেছে বেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কেন নেওয়া হল, এটা প্রতিবাদযোগ্য। অনৈতিকভাবে এই কাজ হয়েছে। মহামান্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ তিনি মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন।”
ফলে নজিরবিহীন এই মামলাটির দিকে এখন তাকিয়ে আছে সংশ্লিষ্টমহল। সবারই এক কথা, উচ্চমাধ্যমিকের ফল নিয়ে এই পক্ষপাতমূলক কাজ হবে কেন?