আমরা যেন ওনার চাকর-বাকর! রাজ্যপালকে তোপ দেগে মুখ্যমন্ত্রী

0
1

রাজ্যপালের পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর অসন্তোষ ঢেকে না রেখে বৃহস্পতিবার সরাসরি তোপ দেগেছেন। রাজ্যপালের সৌজন্য নিয়ে প্রশ্ন তুলে বললেন, কী ভেবেছেন উনি! আমরা নির্বাচিত প্রতিনিধি তাই আমরা চাকর-বাকর, তাই তো? আর উনি আমাদের মহামান্য রাজ্যপাল, তাই রোজ সকালে ওনাকে প্রণাম করে যেতে হবে! রাজ্যপাল হিসাবে ওনার দায়িত্ব আছে, সেটা আগে পালন করুন। সকাল থেকে কোভিড সামলাবো না প্রত্যেক বিষয়ে তাঁর প্রশ্নের জবাব দেব! তা না করে যে ভাষার দংশন বাড়াচ্ছেন, তা একটু বাড়াবাড়িই হচ্ছে। এ জিনিস বন্ধ হোক, আর ওনার শুভ বুদ্ধির উদয় হোক।

রাজ্যপালের চিঠি, মেসেজ প্রসঙ্গ তুলে বলেন, কারওর চিঠি, মেসেজ অন্যকে দেখানো উচিত নয়, পড়াও ভদ্রতা নয়। আমরা রাজ্যপালের পদকে সম্মান করি। কিন্তু রাজ্যপালেরও তো নূন্যতম সৌজন্য থাকা উচিত! রাজনৈতিক দলের নেতাদের মতো কথা বলা উচিত নয়।