কড়াকড়ি সত্বেও বাড়ছে ভাইরাস সংক্রমণ। এই পরিস্থিতিতে 31 জুলাই পর্যন্ত সরকারি অফিসে হাজিরা 70 শতাংশ থেকে কমিয়ে 50 শতাংশ করল রাজ্য সরকার। সংক্রমণ বাড়ার কারণে এই সিদ্ধান্ত বলে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। বেসরকারি অফিস ভুলে কেউ এই পরামর্শ দেন তিনি। একইসঙ্গে ওয়ার্ক ফ্রম হোম-এ জোর দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, বহু ব্যাঙ্ক কর্মচারী অসুস্থ হয়ে পড়ার কারণে ব্যাঙ্কগুলির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়েছে, তাদের গ্রাহক পরিষেবা দুপুর দুটো পর্যন্ত দেওয়ার অনুমতির জন্য। একই সঙ্গে শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধের অনুমতি চাওয়া হয়েছে। এই বিষয়টি মুখ্যসচিব রাজীব সিনহাকে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, কোভিডকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। তবে সাবধানে থাকতে হবে।
পাশাপাশি এখন থেকে সব সরকারি দফতরে সপ্তাহে একদিন করে স্যানিটাইজ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সংক্রমণের হার কমাতে বেসরকারি অফিস গুলোকেও সপ্তাহে একদিন করে জীবাণুমুক্ত করতে পরামর্শ দিয়েছেন তিনি।





























































































































