সফলদের পর্ষদ সভাপতি, ভুল করেও সংবর্ধনা সভায় যেও না

0
1

মাধ্যমিকে যারা প্রথম দশে রয়েছে তাদের জন্য সতর্কবার্তা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। ফল ঘোষণার ঠিক আগে তিনি পড়ুয়াদের বললেন, ভাল রেজাল্ট করলে অনেকে সংবর্ধনা দেওয়ার জন্য ডাকবে। কিন্তু আমার পরামর্শ, কেউ এ ধরণের অনুষ্ঠানে যেও না। তীব্র কোভিড পরিস্থিতির মাঝে এই অনুষ্ঠানে যাওয়া মানেই বিপদের সম্ভাবনা বাড়ানো। বাড়িতে থাক, ফোনে কথা বলো, মাস্ক পড়ো বাইরে বেরলেই, জমায়েতের কাছে যেও না, স্যানিটাইজার ব্যবহার করো। পড়ুয়াদের বুঝিয়ে দিলেন পর্ষদ সভাপতি, আপাতত বাড়ির মধ্যে থাকাটাই শ্রেয় হবে।