মর্মান্তিক! খেলতে গিয়ে জলে ডুবে মৃত ৫ শিশু

0
14

খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ৫ শিশুর। মুর্শিদাবাদে রানিতলার দিয়ারপাড়া এলাকার ঘটনা। বুধবার বিকেলে গ্রাম সংলগ্ন মাঠে ইটভাটার পাশে খেলা করতে গিয়ে ডোবার জলে ডুবে যায় একজন। এরপর একে অপরকে বাঁচাতে গিয়ে জলে তলিয়ে যায় ৫ থেকে ৮ বছর বয়সী ৫ শিশু। এমনটাই অভিযোগ স্থানীয়দের। বিষয়টি জানাজানি হতেই খোঁজাখুঁজি শুরু করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় রানিতলা থানার পুলিশ। অবশেষে জল থেকে উদ্ধার হয় ৫ শিশুর দেহ। একসঙ্গে ৫ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকা শোকস্তব্ধ।