প্রয়াত দেবদত্তার সন্তান সহ গোটা পরিবার করোনা আক্রান্ত

0
1

অকালে প্রয়াত চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের পরিবারে সমস্যা আরও বাড়ল। দেবদত্তার সঙ্গেই তাঁর স্বামীও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার রাতে দমদমের ঝিলবাগানের খবর, দেবদরত্তার ৪ বছরের সন্তান করোনায় আক্রান্ত, সঙ্গে বৃদ্ধা শ্বাশুড়িও। ফলে এই মুহূর্তে বাড়িতে পরিচর্যার লোকের অভাব। কোভিড হাসপাতালে ভর্তির চেষ্টা চলছে। কিন্তু এখনও রায় পরিবারের ভাগ্যে শিকে ছেঁড়েনি। কবে লটারি লাগবে সেই আশায় অসুস্থ তিনটি মানুষ আপাতত বাড়িতেই। ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা বহু চেষ্টা করেও কোভিড হাসপাতালের চিকিৎসা পাননি। ফলে বেলুড় শ্রমজীবী হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এবার প্রয়াতার পরিবার। প্রশাসনের তরফ থেকে কি একটা ফোনও আসতে নেই! সেই বাড়িতে, যে বাড়ির প্রয়াত মানুষটি ছিলেন ফ্রন্ট লাইন ওয়ারিওর!