মাস্টারস্ট্রোক: রাজস্থানের হবু মুখ্যমন্ত্রী শচীন তেন্ডুলকর! পুরোটা জানলে হাসি চাপতে পারবেন না

0
1

তিনি শচীন তেন্ডুলকর। ক্রিকেটের ঈশ্বর। তবে ক্রিকেটের বাইশ গজ থেকে বিদায় জানিয়েছেন সাত বছর আগে। কিন্তু প্রাণের চেয়েও প্রিয় ক্রিকেটকে ছাড়েননি মাস্টার-ব্লাস্টার। অবসরের পর রাজ্যসভার সাংসদও হয়েছেন। কিন্তু সংসদেও শচীন মানে শুধুই ক্রিকেট। ও এবার কি তাহলে সক্রিয় রাজনীতিতে নাম লেখাচ্ছেন বিশ্ব ক্রিকেটের বরপুত্র?

হঠাৎ এমনই জল্পনা রাজনৈতিক মহলে। ঘটনার সূত্রপাত,
রাজ্যস্থানের সাম্প্রতিক রাজনীতিতে চলা ডামাডোলে। এই রাজ্যের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে দেশজুড়ে চলছে নানা ধরনের জল্পনা-কল্পনা। বিজেপিকে হারিয়ে সেখানে কংগ্রেস সরকার গঠিত হলেও, এবার ফের সেখানে থাবা বসাতে পারে গেরুয়া শিবির। এমনই পরিস্থিতি ও চর্চা থেকে সম্প্রতি উঠে আসছে শুধু একটাই নাম “শচীন”!

আর এসবের মধ্যেই রাজস্থানের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি সর্বভারতী টিভি চ্যানেলে অতিথিদের নিয়ে আলোচনা চলছিল। যেখানে প্যানেলে হাজির ছিলেন রাজনৈতিক ব্যক্তিরা। সেই আলোচনার অংশ নিয়ে ছিলেন আপ নেতা আশুতোষ গুপ্তা। আলোচনা চলাকালীন তিনি বারবার শচীন পাইলটকে শচীন তেন্ডুলকর বলে সম্বোধন করেন। এটা যে তাঁর অনিচ্ছাকৃত ভুল ছিল তা বলার অপেক্ষা রাখে না।

একইসঙ্গে বলেন, এখন এই রাজ্যে মুখ্যমন্ত্রী গেহলট অতীত, শচীন তেন্ডুলকরই হলেন ভবিষ্যৎ। শচীন তেন্ডুলকর আগামীদিনে রাজস্থানের মুখ্যমন্ত্রী! আর আপ নেতার এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোল। নেটিজেনরা বিদ্রুপ করতে থাকেন আশুতোষকে। তবে আপ নেতার ক্রিকেটার শচীন প্রেম যে প্রশ্নাতীত তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।