সকালের সংবাদিক সম্মেলনে কোন বোমা ফাটাবেন শচীন!

0
1

কংগ্রেস থেকে অপসারিত হওয়ার পর আজ, সকাল দশটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন শচীন পাইলট। কী বলবেন শচীন? সে নিয়ে কংগ্রেস মহলে মহা টেনশন। সংখ্যাগরিষ্ঠ বিধায়ককে নিজের দিকে টানতে সক্ষম হলেও অশোক গেহলোটের রাতের চিন্তা কিন্তু মোটেই কমেনি। শচীন ঘনিষ্ঠ দুই বিধায়ক ইতিমধ্যে দল থেকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল। উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতি থেকে অপসারিত হওয়ার পর শচীন ট্যুইট করে বলেছেন, সত্য কখনও চাপা থাকে না। কী সেই সত্য? সে সব গোপন কথা কি আজ উপুড় করে দেবেন শচীন!

শচীন অবশ্য জানিয়েছেন, তিনি বিজেপিতে যাচ্ছেন না। কিন্তু বিজেপি আজ পরিস্থিতি বিচার করতে বসছে বৈঠকে। সদ্য বিজেপিতে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে শচীনের সম্পর্ক বেশ ভালো। ফলে বিজেপিতে যাওয়ার প্রশ্ন মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শচীন কি নতুন দল গড়বেন? সে সম্ভাবনা কমই। কারণ, অতীতের উদাহরণ তাঁর কাছে রয়েছে, যা মোটেই সুখকর নয়। শচীনের সকালের সাংবাদিক সম্মেলন নিয়ে জয়পুর এবং রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা।