বুধবার থেকে কোচবিহার শহরে সম্পূর্ণ লকডাউন থাকলেও চেহারাটা কিন্তু সম্পূর্ণ আলাদা।মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে দফায় দফায় কোচবিহারের প্রতিটি বাজার এলাকা এবং জনবসতিপূর্ণ এলাকায় লকডাউনের ঘোষণা করেছে জেলা প্রশাসন। কিন্তু তারপরেও সচেতনতা অভাব ধরা পড়েছে। বুধবার, সকালে কোচবিহার নতুনবাজার এলাকায় চোখে পড়ে মানুষের সমাগম। সকলেই বাজার করতে গিয়েছেন। বেশিরভাগ মানুষেরই মাস্ক রয়েছে থুতনিতে। অনেকে তো আবার মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন নির্দ্বিধায়। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখলেই তাঁরা সরে যাচ্ছেন। বাজার বসেছে যত্রতত্র।
কোচবিহার শহর জুড়ে টোটো ও অটোর ভিড়। বাজার নিয়ন্ত্রণ না হলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা একপ্রকার অসম্ভব বলে মনে করছে প্রশাসন। কিন্তু তারপরেও বাজার নিয়ন্ত্রণে অসমর্থ তারা।





























































































































