ভিডিওতে নয়, আদালতেই পেশ করতে হবে সুমনকে

0
1

ভুবনেশ্বরের কোর্টে সিবিআই বলেছিল যেহেতু আইকোর মামলায় ধৃত সুমন চট্টোপাধ্যায় জেল থেকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন বলে কোর্টে পেশ করা যাচ্ছে না, তাই তাঁকে হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সে পেশ করা হোক। একটি নতুন মামলায় প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে এই আর্জি। কিন্তু কোর্ট বুধবার বলেছে , হাসপাতাল থেকে ভিডিও নয়, সুমন জেলে ফিরলে জেল কর্তৃপক্ষের দায়িত্ব তাঁকে আদালতে সশরীরে পেশ করা। ফলে এদিন সুমনের ওয়ারেন্ট কার্যকর হয়নি। নতুন মামলাটি আইকোর না সারদার কিংবা সিবিআই না ইডির, তা এখনও নিশ্চিত জানা যায়নি।