মাধ্যমিকের ফল প্রকাশের পরেই আত্মঘাতী ছাত্রী!

0
1

মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দুই বোন। ফল প্রকাশ হতেই চরম সিদ্ধান্ত নিল ছোট বোন। হুগলির বৈদ্যবাটির জেএন গুপ্ত লেনের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী অর্পিতা জানা। চারুশীলা বোস বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। বাবা পাঁচুগোপাল জানা পেশায় রং মিস্ত্রি। মা একটি বেসরকারি কারখানায় কাজ করেন। অর্পিতার দিদিও এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। বুধবার সকালে অনলাইনে মাধ্যমিকের ফল কাসতি দেখা যায় পাস মার্ক থেকে দু’নম্বর কম পেয়েছেন তিনি। অন্যদিকে, বড় দিদি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাড়িতে দুই বোনের বেশ কিছুক্ষণ কথা হয়। অর্পিতাকে সান্তনা দিয়ে ঘর থেকে বেরিয়ে যান দিদি। অভিযোগ, ফাঁকা বাড়িতে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অর্পিতা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসক কাছে নিয়ে গেলে, তিনি দেখে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের বক্তব্য, মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েন অর্পিতা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।