বুধবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল । এদিন একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়ার পাশাপাশি কী ভাবে এবার কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে তাও জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
শুক্রবার অর্থাৎ ১৭ তারিখ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে এদিনের বৈঠক থেকেই কিভাবে এবারে কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে তাও জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ৷
সাংবাদিকদের পার্থ চট্টোপাধ্যায় বলেন, ১৭ জুলাই উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরনোর পর, ৩১ জুলাইয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিতরণ করা হবে ৷ তারপরই শুরু হয়ে যাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া ৷ সে বিষয়ে অ্যাডভাইজারি জারি করবে রাজ্য ৷ কলেজে ভর্তির ক্ষেত্রে প্রতি কলেজের আলাদা আলাদাভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলবে ৷